রহমত ডেস্ক 02 June, 2022 08:19 AM
চাল, ডাল ও তেলসহ প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়ার পর এবার আবাসিকে গ্যাসের দামও বাড়তে যাচ্ছে। আগামী রবিবার (৫ জুন) দাম বৃদ্ধির বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২ জুন) প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহি চৌধুরীর সঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কর্মকর্তাদের দিনভর বৈঠক হয়েছে।
বৈঠকে থাকা এক সদস্য গণমাধ্যমকে বলেন, আগামী রোববার গ্যাসের দাম ঘোষণা করা হবে। যদি কোনও কারণে সম্ভব না হয় তাহলে সোমবারে (৬ জুন) ঘোষণা আসতে পারে।
বিইআরসি সূত্র বলছে, গ্যাসের দাম ঠিক কতটা বাড়বে তা এখনও নির্দিষ্ট করা হয়নি। সরকারের ভর্তুকির সঙ্গে সমন্বয় করে আগামী দুই দিনের মধ্যে দাম ঠিক করা হবে। তবে সাধারণ মানুষ যাতে চাপে না পড়ে সে জন্য দাম খুবই সামান্য বাড়বে।
এদিকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের দামের বিষয়টি এখন এনার্জি রেগুলেটরি কমিশনের হাতে। আমি এতটুকু বলতে পারি, প্রধানমন্ত্রী এমন কোনো কিছু করবেন না যাতে বোঝা হয়ে দাঁড়ায়।