রহমত ডেস্ক 29 May, 2022 04:37 PM
প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর হবিগঞ্জের শাহজিবাজার ৩৩০ কম্বাইন্ড সাইকেল বিদুৎকেন্দ্রে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা শিমুল মোহাম্মদ রাফি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এরআগে আজ (২৯ মে) রোববার সকাল ৯টা ৪০ মিনিটে বিদ্যুৎকেন্দ্রের একটি ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আশপাশে থাকা শিল্পকারখানাগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে হবিগঞ্জের শায়েস্তগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকেন। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, শাহজিবাজার ৩৩০ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রটি জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যায় কেন্দ্রটি। এখান থেকে প্রতিদিন ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট হবিগঞ্জ আজমিরীগঞ্জ