| |
               

মূল পাতা জাতীয় হজ যাত্রী পরিবহনে শিডিউল গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থার সুপারিশ


হজ যাত্রী পরিবহনে শিডিউল গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থার সুপারিশ


রহমত ডেস্ক     29 May, 2022     05:33 PM    


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় হজ্জ্ব পালন শেষে হাজীদের সৌদি আরবে নেয়া এবং দেশে ফিরিয়ে আনার জন্য সুষ্ঠুভাবে বিমানের শিডিউল গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। আসন্ন পবিত্র হজ্জ্ব পালন উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ্জ্ব যাত্রীদের পরিবহন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হজ্জ্বের উদ্দেশ্যে ফ্লাইট কার্যক্রম চলমান থাকবে জানানো হয়। কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন কার্যক্রম সুষ্ঠুভাবে ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করার সুপারিশ করে।

আজ (২৯ মে) রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন, কমিটির সদস্য- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোঃ মাহবুব আলী, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কমকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।