| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন কোচিং বাণিজ্য বন্ধের চেষ্টা করা হচ্ছে : শিক্ষামন্ত্রী 


কোচিং বাণিজ্য বন্ধের চেষ্টা করা হচ্ছে : শিক্ষামন্ত্রী 


রহমত ডেস্ক     17 May, 2022     10:52 PM    


বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দক্ষ মানবসম্পদ ও উন্নত দেশ গড়তে শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের ওপর চাপ কমিয়ে যথাযথ মনস্তাত্ত্বিক বিকাশ ঘটাতে কোচিং বাণিজ্য বন্ধের চেষ্টা করা হচ্ছে। শিক্ষাকে ঘিরে বঙ্গবন্ধুর যে অসমাপ্ত স্বপ্ন ছিল সেটি বাস্তবায়নে বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২২ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, শিক্ষাবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরবর্তী সময়ে অগ্রাধিকার ভিত্তিতে সকল শিক্ষার্থী ও শিক্ষকদের ভ্যাকসিন দেওয়ার বিষয়টি সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত জীবন যাপনে উদ্বুদ্ধ করা হয়েছে। এতে তারা শিখতে পেরেছে কোনো কাজই ছোট নয়।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু মনে করতেন মেধাবী সৃজনশীল প্রজন্ম আগামী দিনের সোনার বাংলা গড়ে তুলবে। আমরা শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলার জন্যে দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা করেছি। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা নিয়ে সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পেরেছে। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার চেয়ে অংশগ্রহণ বড় বিষয়। যারা অংশগ্রহণ করেছে সবাই সুন্দর একটি অভিজ্ঞতা লাভ করেছে। এ অভিজ্ঞতা তাদের জন্য বড় সাফল্য বয়ে নিয়ে আসবে।