| |
               

মূল পাতা সারাদেশ ইসলামপুর ৬ ইউপি নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীর নাম ঘোষণা


ইসলামপুর ৬ ইউপি নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীর নাম ঘোষণা


ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি     15 May, 2022     04:53 PM    


ইসলামপুর উপজেলায় আসন্ন ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে নৌকার মাঝি চুরান্ত নাম ঘোষণা করা হয়েছে।

জানা যায়, ইসলামপুর উপজেলা ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। ইতিমধ্যে ৬টি ইউনিয়ন ও পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তফসিল অনুযায়ী বাকি ৬টি ইউনিয়নে আগামী ১৫জুন নির্বাচন । ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকার টিকিট পেতে ৩১জন চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হোন।

গত ৬মে নৌকা টিকিট পেতে ৩১প্রার্থী জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে প্রতিজন ৩০হাজার টাকা হারে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। এরমধ্যে কুলকান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন ফরম কিনেন ৪জন। এছাড়া বেলগাছায় ৪জন, পাথর্শীতে ৬জন, সাপধরীতে ৩জন, চিনাডুলীতে ৫জন এবং নোয়ারপাড়ায় ৯জন। তন্মধ্যে দলীয় সিদ্ধান্তে যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ১৩মে রাতে ইসলামপুর উপজেলার ৬জন দলীয় প্রার্থী চুরান্ত করেন। ৬টি ইউনিয়নের নৌকার মাঝিরা হলেন কুলকান্দি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সেলিনা আলম, পাথর্শী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু, বেলগাছা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক, চিনাডুলী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান আব্দুস ছালাম, সাপধরী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম মন্ডল, নোয়ারপাড়া সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফার ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ারর রুমান হাসান।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭মে। মনোনয়নপত্র বাছাই হবে ১৯মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। ২৭ মে প্রতীক বরাদ্দ এবং ১৫জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর ইসলামপুর