| |
               

মূল পাতা রাজনীতি নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন : চরমোনাই পীর


নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন : চরমোনাই পীর


রহমত ডেস্ক     10 May, 2022     05:16 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীন ছাড়া কোনো তামাশার নির্বাচনে তাঁর দল অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইভিএম ও আওয়ামী লীগের অধীন আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মঙ্গলবার (১০ মে) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, কোনো দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিগত কয়েকটি জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচনে এটা বারবার প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, ইভিএম আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যাত। আর ইভিএমের মাধ্যমে সারা দেশে ভোট অনুষ্ঠিত হবে—এমন কথা প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার এখতিয়ার রাখেন না। নির্বাচন কোনো প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। দেশের রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশন তা ঠিক করবে—এটাই জনগণের প্রত্যাশা।