রহমত ডেস্ক 10 May, 2022 12:37 PM
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকার হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১০ মে) ভোর ৫টায় ফতুল্লার পোস্ট অফিস এলাকার একটি টিনসেড ঘরে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের রাইজারের লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটেছে।
দগ্ধরা হলেন–আনোয়ার হোসেন (৪৫), রোজিনা বেগম (৪০) এবং তাদের দুই সন্তান রোহান (১৫) ও রোমান (১২)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চার জনকে দগ্ধ অবস্থায় পাই। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠাই। প্রাথমিকভাবে আমরা জানতে পারি গ্যাসের রাইজারের লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটেছে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা নারায়ণগঞ্জ ফতুল্লা