মূল পাতা আন্তর্জাতিক ইকুয়েডরে কারাগারে ব্যাপক সংঘর্ষ, ৪৩ বন্দি নিহত
আন্তর্জাতিক ডেস্ক 10 May, 2022 07:47 PM
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের শহর সান্তো ডোমিঙ্গোতে একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর ব্যাপক সংঘর্ষে ৪৩ জন বন্দি নিহত হয়েছেন। সোমবার (৯ মে) স্থানীয় সময় ভোরে দাঙ্গা চলাকালে তারা নিহত হয় বলে জানিয়েছে দেশটির সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো সাংবাদিকদের বলেন, ১০৮ জন বন্দি পলাতক রয়েছে এবং ১১২ জনকে পুনরায় আটক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের আদেশের পরে একটি গ্যাংয়ের নেতাকে সান্তো ডোমিঙ্গোর বেলাভিস্তা কারাগারে স্থানান্তর করার পরে দাঙ্গা শুরু হয়, যা বন্দিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে থাকতে পারে।
ক্যারিলো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে ৪৩ জন বন্দি মারা গেছে। তাদের বেশিরভাগকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
দাঙ্গাটি ছিল ইকুয়েডরের কারাগারে সহিংসতার সর্বশেষ ঘটনা। এটিকে আধিপত্য বিস্তার এবং মাদক পাচারের রুট নিয়ে সন্ত্রাসী গ্রুপগুলোর দ্বন্দ্বের জন্য দায়ী করেছে সরকার।
সূত্র : রয়টার্স