| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভাড়াটে লোকজন ইউক্রেনে যুদ্ধ করছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী


ভাড়াটে লোকজন ইউক্রেনে যুদ্ধ করছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক     03 May, 2022     05:54 PM    


রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে বহু বিদেশি সেনা অফিসার এবং ভাড়াটে লোকজন রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে।  তবে এসব বিদেশী ভাড়াটে যোদ্ধাদের জাতীয়তা প্রকাশ করেন নি এবং তাদের প্রকৃত সংখ্যাও উল্লেখ করেন নি তিনি।

রবিবার ইতালির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাবরভ এসব কথা বলেন। ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে। এর আগে মস্কো জানিয়েছিল যে, রাশিয়ার সেনাদের হাতে বহু বিদেশি ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী ডানবাস এলাকায় হামলা চালাচ্ছে যা প্রকৃতপক্ষে সেখানকার সাধারণ লোকজনকে ভীত সন্ত্রস্ত করে তোলার লক্ষ্যে করা হচ্ছে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের কথা বলছেন, আবার সেই জায়গা থেকে তিনি সরে যাচ্ছেন।