| |
               

মূল পাতা জাতীয় ‘দেশবিরোধী শক্তি দেশের অর্জনকে ম্লান করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত’


‘দেশবিরোধী শক্তি দেশের অর্জনকে ম্লান করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত’


রহমত ডেস্ক     26 April, 2022     09:53 PM    


দেশের অর্জনকে কেউ যাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ও চক্রান্ত করে ম্লান না করতে পারে সেব্যাপারে কৃষিবিদদের সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী শক্তি দেশের অর্জনকে ম্লান ও দুর্বল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। কৃষিবিদদেরকে পেশাজীবী, কৃষিবিদ ও বুদ্ধিজীবী হিসেবে সচেতন থাকতে হবে কোনক্রমেই কেউ যাতে দেশের অর্জনকে ছোটো করতে না পারে। গত দুই বছর ধরে করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েনি, রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়নি, বরং সারা পৃথিবীতে দেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে। ৫ জন কৃষিবিদ এ বছর রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক পেয়েছেন, এটি আমাদের সকল কৃষিবিদের জন্য অহংকারের, গর্বের।

আজ (২৬ এপ্রিল) মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশন বাকৃবির ৫ জন অ্যালামনাই এ বছর একুশে পদক পাওয়ায় সংবর্ধনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের নির্বাহী সভাপতি হামিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে এ বছর একুশে পদকপ্রাপ্ত বাকৃবির ইমেরিটাস অধ্যাপক আব্দুস সাত্তার মন্ডল, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ, ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী এনামুল হক, সাহানাজ সুলতানা এবং জান্নাতুল ফেরদৌসিকে সংবর্ধনা প্রদান করা হয়।