মূল পাতা মুসলিম বিশ্ব পাক সিইসির পদত্যাগ চান ইমরান খান
মুসলিম বিশ্ব ডেস্ক 24 April, 2022 02:57 PM
পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার রাজা সুলতানের পদত্যাগ চেয়েছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রিত্ব হারানোর পর ইসলামাবাদের বানিগালা বাসভবনে প্রথমবার সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানের সিইসির পদত্যাগ চেয়েছেন তিনি।
ইমরান খান বলেন, প্রধান নির্বাচন কমিশনার পক্ষপাতমূলক আচরণ করেছেন। তাকে পদত্যাগ করতে হবে। এর আগেও সিইসি সিকান্দারের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন ইমরান।
ইসলামাবাদে বিক্ষোভের প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে ইমরান বলেন, বিক্ষোভের তারিখ পরে জানানো হবে। তবে তার আগে ২৭ রমজানে এ উপলক্ষে দোয়ার আয়োজন করা হবে।
গত ৯ এপ্রিল জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এই অনাস্থা প্রস্তাবের নেপথ্যে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করে আসছেন তিনি। সরকার থেকে বিদায় নেওয়ার পর বিক্ষোভ প্রদর্শন ও একের পর এক সমাবেশ করছে পিটিআই। দ্রুততম সময়ে নতুন নির্বাচনের দাবিতে সোচ্চার দলটি। তবে, এমন অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস।