| |
               

মূল পাতা সারাদেশ ঈদের আগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দর্জির দোকান


ঈদের আগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দর্জির দোকান


রহমত ডেস্ক     11 April, 2022     12:16 PM    


নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য দর্জির দোকান দর্জি বন্ধ ঘোষণা করেছে দর্জি মালিক সমিতি। মালিকপক্ষ ও কারিগরদের মধ্যে কাপড় সেলাইয়ের দাম নিয়ে বনিবনা না হওয়ায় এ সিদ্ধান্ত নেয় মালিক সমিতি।

সোমবার (১১ এপ্রিল) সকালে উপজেলা দর্জি মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১০ এপ্রিল) থেকে তারা বাজারের সব দোকান বন্ধ করে দেয়। এ সময় সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান তারা।

এ বিষয়ে কারিগর সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেন, বর্তমানে সব জিনিসের দাম বেড়েছে। সে অনুযায়ী কারিগররা দাম কিছুটা বাড়ানোর অনুরোধ করেছে। সামনে ঈদ তাই যাতে মালিকপক্ষ ও কারিগরদের মধ্যে সমস্যা দূর হয় ও কারিগররা দ্রুত কাজে ফিরতে পারে সে জন্য চেষ্টা চলছে।

উপজেলা দর্জি মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেন বলেন, ঈদ উপলক্ষে কারিগররা কাপড়ের প্রতি পিস সেলাইয়ে বাড়তি টাকা দাবি করেছেন। যা দেওয়া সম্ভব না। কারণ তাদের দাবি অনুযায়ী দাম বাড়ালে গ্রাহকের ওপর চাপ পড়বে। এ কারণে এর প্রতিবাদে আমরা উপজেলা দর্জি মালিক সমিতি অনিদির্ষ্টকালের জন্য দোকান বন্ধ রেখেছি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর নীলফামারী সৈয়দপুর