| |
               

মূল পাতা জাতীয় হজে অগ্রাধিকার পাবেন আগে নিবন্ধনকারীরা: ধর্ম প্রতিমন্ত্রী


ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান (ফাইল ছবি)

হজে অগ্রাধিকার পাবেন আগে নিবন্ধনকারীরা: ধর্ম প্রতিমন্ত্রী


রহমত ডেস্ক     09 April, 2022     07:12 PM    


হজে আগে নিবন্ধনকারীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, হজের জন্য যারা আগে নিবন্ধন করেছেন তারাই আগে যাওয়ার সুযোগ পাবেন। তবে কতজন যেতে পারবেন তা এখনো চূড়ান্ত হয়নি। 

শনিবার (০৯ এপ্রিল) দুপুরে রাজধানীর আরসি মজুমদার হলে এক সেমিনারে তিন এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এবার বাংলাদেশ থেকে কতজন মুসল্লি হজে যেতে পারবেন তা এখনো জানায়নি সৌদি আরব। সৌদি সরকারের বৈঠক শেষে জানা যাবে এ বিষয়ে। তবে এ বছর বাংলাদেশ থেকে হজে যাওয়ার খরচ বাড়বে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, হজযাত্রীদের জন্য বিভিন্ন সুবিধা বাড়িয়েছে দেশটি। তবে তাদের সঙ্গে চুক্তির পরই খরচের বিষয়টি চূড়ান্ত হবে।

করোনার বিধিনিষেধের কারণে গত দু'বছর হজে যেতে পারেননি বাংলাদেশিরা। সৌদি সরকার হজের পাশাপাশি ওমরা পালনেও বিধিনিষেধ আরোপ করেছিল। পরে গেল বছরের ১০ আগস্ট থেকে বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরা করার অনুমতি দেয় সেখানকার সরকার।