| |
               

মূল পাতা রাজনীতি নতুন খেলা শুরু করেছে সরকার : মির্জা ফখরুল


মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

নতুন খেলা শুরু করেছে সরকার : মির্জা ফখরুল


রহমত ডেস্ক     09 April, 2022     04:13 PM    


নির্বাচনকে সামনে রেখে সরকার বিরোধী দল দমনের ‘নতুন খেলা’ শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‌‘সরকার মিথ্যা মামলার নতুন খেলা শুরু করেছে। তারা সবাইকে আটকে রেখে আবারও একতরফা নির্বাচন করতে চায়’

শনিবার (০৯ এপ্রিল) জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊধর্বগতির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, মেগা প্রজেক্টের নামে সরকার প্রতিনিয়ত দুর্নীতি করছে আর সবকিছুর জন্য বিএনপির কাঁধে দোষ চাপাচ্ছে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নিয়ন্ত্রণের মধ্যে নেই। সরকার কয়েকজনকে বড়লোক করার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করছে।

তিনি বলেন, আজকে প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে। প্রত্যেকটি অর্থনৈতিক খাতে চরম দুর্নীতি চলছে। এরা সম্পূর্ণভাবে ব্যর্থ এবং শুধু ব্যর্থ নয়। এরা দেশের ক্ষতি করছে। তাই আর একদিন/দুইদিন যদি এদেরকে রাখা যায় এদেশের অস্তিত্ব থাকবে না। যত দ্রুত সম্ভব নিজেদেরকে সংগঠিত করে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।