| |
               

মূল পাতা রাজনীতি ‘গ্যাস, বিদ্যুৎ ও পানির জন্য মানুষ হাহাকার করছে’


‘গ্যাস, বিদ্যুৎ ও পানির জন্য মানুষ হাহাকার করছে’


রহমত ডেস্ক     08 April, 2022     10:03 PM    


বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দেশের জনগণ কষ্টে থাকলেও সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। সরকার শুধু উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করে। অথচ গ্যাস, বিদ্যুৎ ও পানির জন্য মানুষ হাহাকার করছে।

শুক্রবার (৮ এপ্রিল) পল্টনের মাওলানা আতাহার আলী রাহমাতুল্লাহি আলাইহি মিলনায়তনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুর রশিদ মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবুল হাসনাত আমিনী, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন, ইসলামী ঐক্যজোটের মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মাওলানা আবদুল কাইয়ূম, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক এহতেশাম সারোয়ার, সহ-সভাপতি মাওলানা শেখ লোকমান হোসেন, মাওলানা ইসমাইল বোখারী, সাংগঠনিক সম্পাদক মুহম্মদ নুরুজ্জামান প্রমুখ।

ন্যাপ মহাসচিব বলেন, বর্তমানে টিসিবির ট্রাকের পেছনে সাধারণ মানুষ দৌড়াদৌড়ি করে। সন্তানকে পাশে রেখে মা টিসিবির লাইনে দাঁড়িয়েছেন। মায়ের কষ্ট দেখে সন্তানও অন্য লাইনে দাঁড়িয়েছে। এর চেয়ে কষ্ট আর কী হতে পারে। এরপরও জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকারের মন্ত্রীরা বলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে। অনেক মানুষ ‘আধাপেট’ খেয়ে দিন যাপন করলেও সরকারের মন্ত্রীরা মানুষকে উপহাস করে চলেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভাঙতে ও বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তুলতে পারছে না। বরং বলে সরকার ব্যবসা নিয়ন্ত্রণ করে না। এর মাধ্যমেই প্রমাণিত হয় ব্যবসায়ীরাই সরকার নিয়ন্ত্রণ করে। এ অবস্থায় জনগণের গণসংগ্রাম অব্যাহত রেখেই ৫০ বছরের লুটেরাদের বিরুদ্ধে নতুন বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।