রহমত ডেস্ক 04 April, 2022 07:21 AM
পুরান ঢাকার চকবাজারে একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় রাত ১২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার।
এর আগে রোববার (৩ এপ্রিল) রাত ১১টা ৩৮ মিনিটে গোডাউনে আগুন লাগে। ফোন পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, চকবাজার আশিক টাওয়ারের পাশে একটি গোডাউনে আগুন লেগেছে বলে জেনেছি। ফোন পাওয়ার চার মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়।
তবে আগুন লাগার কারণ ও হতাহতের সংবাদ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।