| |
               

মূল পাতা আন্তর্জাতিক আমেরিকা কখনোই মুসলমানদের ভালো চায় না: ইরান


আমেরিকা কখনোই মুসলমানদের ভালো চায় না: ইরান


আন্তর্জাতিক ডেস্ক     04 April, 2022     07:35 AM    


ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরাকের সামান্যতম অনিরাপত্তা গোটা অঞ্চলের জন্যই ক্ষতিকর। রোববার (০৩ এপ্রিল) ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ'র সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন।

পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, বিজাতীয় শক্তির হস্তক্ষেপের বাইরে থেকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে হবে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা কখনোই এই অঞ্চলের মুসলমানদের বিশেষকরে ইরাকিদের মঙ্গল চায় না। এটা এখন সবার কাছেই স্পষ্ট বিজাতীয়রা সব সময় নিজেদের স্বার্থ ও আধিপত্যের জন্যে কাজ করছে। অনেক আগেই ইরানের সর্বোচ্চ নেতা এই বাস্তবতার কথা তুলে ধরেছিলেন। সময়ের পরিক্রমায় তা এখন সবার সামনেই স্পষ্ট।

রায়িসি আরও বলেন, যেসব দেশ আমেরিকা ও ইসরাইলের আধিপত্যকামী লক্ষ্য-উদ্দেশ্যকে উপেক্ষা করবে তারা জাতীয় স্বার্থ রক্ষায় ব্যর্থ হবে।

এ সময় ইরাকের পেসিডেন্ট বারহাম সালিহ দুই দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, এর ফলে দুই দেশের মানুষই উপকৃত হবে।

-পার্সটুডে