| |
               

মূল পাতা রাজনীতি রমজানের শুরুতেই আলেমদের মুক্তি দিন : ইরান


রমজানের শুরুতেই আলেমদের মুক্তি দিন : ইরান


রহমত ডেস্ক     02 April, 2022     07:34 PM    


রমজানের শুরুতেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ সকল আলেম ওলামাদের মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী জুলুমবাজ সরকার পবিত্র রমজান মাসে হাজার হাজার নিরাপরাধ আলেম ওলামাকে মিথ্যা মামলায় কারান্তরীণ করে রেখেছে। অবিলম্বে পবিত্র রমজানের শুরুতেই আল্লামা সাঈদী, মুফতি কাজী ইব্রাহিম, মাওলানা আমির হামজা ও মাওলানা জুনায়েদ আল হাবিবসহ সকল ওলামায়ে কেরামদের নিঃশর্ত মুক্তি দিন।

আজ (২ এপ্রিল) শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত প্রতিকি অনশন কর্মসুচীতে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, জামায়াতের ঢাকা মহানগর আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, মহানগর দক্ষিণ আহ্বায়ক আবদুস সালামসহ সহস্রাধিক দলীয় নেতাকর্মী।

ইরান বলেন, নির্বাচনের আগে নয়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর তারেক রহমান জাতীয় সরকারের যে ধারণা দিয়েছেন, আমরা তা পূর্ণাঙ্গভাবে সমর্থন ও স্বাগত জানাই বাংলাদেশের লেবার পার্টি। যে নামেই হউক নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য এর কোনো বিকল্প নেই। বাংলাদেশে নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেই জাতীয় সরকার হবে।