রহমত ডেস্ক 02 April, 2022 05:51 PM
পবিত্র মাহে রমযানন ১৪৪৩ হিজরি উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, মহাগ্রন্থ আল-কুরআন নাজিলের মাস মাহে রমজানে আমাদেরকে কুরআন চর্চায় আত্মনিয়োগ করতে হবে। ব্যক্তি, সমাজ তথা রাষ্ট্রীয় জীবনকে আল-কুরআনের আলোকে সুসজ্জিত করার নতুন শপথে উজ্জীবীত হবে হবে। বাংলাদেশসহ সারা বিশ্বের সকল মুসলমান পূর্ণ এক মাস রোজ পালনের মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জনে সক্ষম হবেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
আজ (২ এপ্রিল) শনিবার বিকালে যুগ্ম-মহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল স্বাক্ষরিত প্রদত্ত এক যৌথ শুভেচ্ছা বাণীতে নেতৃদ্বয় এ শুভেচ্ছা জানান।
নেতৃদ্বয় বলেন, রহমত, বরকত ও নাজাতের সওগাত নিয়ে পবিত্র মাহে রমজান সমুপস্থিত। এ মাস তাকওয়া অর্জনের মাস, এ মাস সহানুভূতি ও সহমর্মিতার মাস। এ মাস নৈতিক ও আধ্যাত্মিক প্রশিক্ষণের মাস। পরিপূর্ণ হকসহকারে মাসব্যাপী রোজা পালনের মাধ্যমে আমাদের আত্মিক পরিশুদ্ধি অর্জনের পাশাপাশি সামাজিক সহমর্মিতা ও আত্মত্যাগের শিক্ষায় সমৃদ্ধ হতে হবে। সিয়াম সাধনার সাথে সাথে সালাত, সাহরি, ইফতার, তারাবি, তিলাওয়াত, তাওবাহ-ইসতিগফারে আত্মনিয়োগ করতে হবে। দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও সমগ্রবিশ^বাসীর মুক্তির জন্যে কায়মনো বাক্যে আল্লাহর সাহায্য কামনা করতে হবে।
নেতৃদ্বয় বলেন, আজকে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণের নাভিশ্বস উঠেছে। মাহে রমজানকে সমানে রেখে এক শ্রেণির মুনাফাখোর, মজুদদার অসাধু ব্যক্তিরা কারসাজী করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এ বছরও মাহে রমজানের আগে থেকেই দ্রব্যমূল্য বৃদ্ধির ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। দ্রব্যমূল্য বাড়িয়ে রোজাদারদের কষ্ট দেয়া এক মহা অন্যায়। মাহে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্যপয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। সকল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। দিনের বেলায় প্রকাশ্যে পানাহার পরিহার করতে হবে। রমজান মাসে ট্রাফিক জ্যাম বন্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ নির্বিঘ্ন করতে হবে। একই সাথে সুদ, ঘুষ, দুর্নীতি, মিথ্যা, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা, হত্যা, ধর্ষণ, জুলুম, নির্যাতনের অবসান ঘটাতে হবে।