রহমত ডেস্ক 02 April, 2022 04:21 AM
বিএনপির আমলে প্রতিদিনই মানুষ না খেয়ে মারা যেতো বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে ২০০১-২০০৬ সাল পর্যন্ত দেশে প্রতি বছর মঙ্গা হয়েছে। তাদের আমলে আশ্বিন-কার্তিক মাসে প্রতিদিনই মানুষ না খেয়ে মারা যেতো।’
শনিবার (০২ এপ্রিল) টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ে বিএনপির আন্দোলন, অনশন করা শোভা পায় না। তাদের লজ্জা পাওয়া উচিত। পত্রপত্রিকা ও রেকর্ড থেকে প্রমাণ দিয়ে বলতে পারি, তাদের আমলে মানুষ বেশি না খেয়ে থেকেছে। লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রামসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন মানুষ না খেয়ে থেকেছেন। তাদের হাড্ডিসার চেহারা আমরা দেখেছি।’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘আওয়ামী লীগ সরকার গঠনের পর গত ১৩ বছরে একজন মানুষও না খেয়ে মারা যায়নি। না খেয়ে মানুষ মারা গেছে, এমন একটা খবরও পত্রিকার পাতায় আসেনি। ইনশাআল্লাহ আগামী দিনে আসবেও না। আওয়ামী লীগের আমলে কোনো মানুষ না খেয়ে মারা যাবে না।’