| |
               

মূল পাতা আন্তর্জাতিক করোনায় আক্রান্ত দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী ও পুলিশ প্রধান


ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত

করোনায় আক্রান্ত দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী ও পুলিশ প্রধান


আন্তর্জাতিক ডেস্ক     28 March, 2022     09:36 PM    


দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (২৮ মার্চ) দখলদার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নাফতালি বেনেতের করোনাভাইরাস শনাক্ত হওয়ার এ খবর জানিয়ে বলা হয়েছে, তার শারীরিক অবস্থা ভালো।

একইসঙ্গে ইসরাইলের পুলিশ প্রধান কোবি শাবতাইও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তারা দু'জনই গতকাল হাদেরা শহরে এক বৈঠকে অংশ নেন। সেখানে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের হামলায় দুই ইহুদিবাদী পুলিশ প্রাণ হারিয়েছে।

এরপর নাফতালি বেনেত জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেন। ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের সময় বেনেতের মুখে কোনো মাস্ক ছিল না। মাস্ক ছিল না ব্লিঙ্কেনের মুখেও। 

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরও বলা হয়েছে, নাফতালি বেনেত তার বাসভবনে নিজেকে আলাদা করে রাখবেন। ঘরে বসেই দায়িত্ব পালন করবেন তিনি।

আগামী শনিবার বেনেতের ভারত সফর করার কথা রয়েছে। করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার কারণে এই সফর পিছিয়ে যেতে পারে বলে কোনো কোনো সূত্র জানিয়েছে। তবে দখলদারদের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

-পার্সটুডে