| |
               

মূল পাতা সারাদেশ ফেনীর স্টার লাইন কারখানায় আগুন


ফেনীর স্টার লাইন কারখানায় আগুন


রহমত ডেস্ক     25 March, 2022     10:02 PM    


স্টার লাইন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান স্টার লাইন ফুড ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ মার্চ) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে ফেনী সদর উপজেলার কাশিমপুরে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।

পরে দীর্ঘ চারঘণ্টা পর বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

তবে আগুন এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি স্টেশনের ১৫টি ইউনিট কাজ করছে।

কারখানার শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভরদুপুরে হঠাৎ কারখানার ডেলিভারি কক্ষে আগুন দেখতে পান শ্রমিকরা। প্রাথমিকভাবে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ১টা ৫৫ মিনিট থেকে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০ স্টেশনের ১৫টি ইউনিট দীর্ঘ চারঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফেনীর উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, ‘আগুন লাগার খবর পাওয়া মাত্র আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। আগুনের তীব্রতা দেখে পার্শ্ববর্তী ফায়ার স্টেশনগুলোকে খবর দেওয়া হয়। এতে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লার ১০টি স্টেশনের ১৫টি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে পুরোপুরি আগুন নেভাতে আরও সময়ের প্রয়োজন রয়েছে।’


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম ফেনী ফেনী সদর