| |
               

মূল পাতা রাজনীতি খালেদা জিয়াকে জামিন দেওয়া উচিত : জাফরুল্লাহ চৌধুরী 


খালেদা জিয়াকে জামিন দেওয়া উচিত : জাফরুল্লাহ চৌধুরী 


রহমত ডেস্ক     22 March, 2022     08:49 PM    


খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না তাও নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, খালেদা জিয়াকে জামিনটা দেওয়া উচিত। তাকে নিয়ে ছয়মাসের খেলা বন্ধ করা উচিৎ। কেন না খুনের মামলাতে যার ফাঁসি হবে তিন মাস পরে তাকেও জামিন দেওয়া হয়েছিল। আমার মতে খালেদা জিয়ার নির্বাচন করতে পারা উচিত। কেননা ওনার মামলার ফয়সালা হয়নি। আমি সবসময় বলেছি জামিন পাওয়া ওনার অধিকার। 

আজ (২২ মার্চ) মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিক সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. জাফরুল্লাহ বলেন,  রাজনৈতিক দলের নিবন্ধন আইন শক্ত হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ২০ টা জেলাতে অফিস না করে ১০টা জেলায় করা যায় কি না? প্রত্যেক জেলাতে চাঁদা দেওয়া ১ হাজার সদস্য থাকতে হবে। যার মধ্যে ২০ শতাংশ নারী থাকতে হবে। এই সব আমরা আলোচনা করছি। এছাড়া রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে। কিন্তু নিবন্ধন বাতিল হওয়া সেই রাজনৈতিক দলের ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে সিদ্ধান্ত জানতে চেয়ে বলেন, যেহেতু তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। এখানে এইভাবে এটাকে ফেলে রাখার মানে হবে না।