রহমত ডেস্ক 21 March, 2022 12:46 PM
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুরের আল-আমিননগর এলাকায় একটি কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবি বহুসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
সোমবার (২১ মার্চ) এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, নিহত পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেইসাথে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার করতে হবে।
তিনি বলেন, ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনতে হবে। কাদের খামখেয়ালীর কারণে এতগুলো মানুষের জীবন ধ্বংস হলো তাদের বিচারের কাঠগড়ায় দাড় করতে হবে।
চরমোনাই পীর এমভি রূপসী ৯ নামের কার্গো জাহাজ কর্তৃপক্ষকে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, বিআইডব্লিউটিএর তথা নদীপথের আইন বার বার লঙ্ঘন করার কারণে এধরণের দুর্ঘটনা হরহামেশা ঘটেই যাচ্ছে। তিনি নৌপথ কর্তৃপক্ষকে কঠোরহস্তে আইন ভঙ্গকারীদের বিরুৃদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।