রহমত ডেস্ক 16 March, 2022 06:41 AM
গাইবান্ধায় একটি কাচের দোকানে কাচ আনলোড করার সময় অসতর্কতার কারণে হঠাৎ কাচের স্তূপে চাপা পড়ে কণ্ঠনালী কেটে কুলি শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। তার নাম কোরবান আলী (৪২)। তিনি গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমড়নই মিয়াপাড়া এলাকার রউফ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, পূর্বপাড়ার মো. তাইজুল ইসলামের মালিকানাধীন মেসার্স তানি কাচঘরের গোডাউনের সামনে বাইরে থেকে আসা ট্রাক থেকে কাচ আনলোড করছিলেন কয়েকজন শ্রমিক। ওপর থেকে হঠাৎ করে ভারী কাচের স্তূপ বাঁধন ছিঁড়ে পড়ে নিচে কর্মরত কোরবান মিয়ার ওপর।
এ সময় তিনি স্তূপের নিচে চাপা পড়েন এবং তাঁর কণ্ঠনালী কেটে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাচ সরিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার নাসিম রেজা বলেন, খবর পেয়ে তাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কোরবান আলীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে তাঁর মৃত্যু হয়।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর গাইবান্ধা গাইবান্ধা সদর