| |
               

মূল পাতা রাজনীতি সরকারি আলিয়ার জায়গায় অধিদফতরের ভবন নির্মাণের তীব্র প্রতিবাদ


সরকারি আলিয়ার জায়গায় অধিদফতরের ভবন নির্মাণের তীব্র প্রতিবাদ


রহমত ডেস্ক     10 March, 2022     05:25 PM    


রাজধানীর বকশীবাজারে সরকারি মাদরাসা-ই আলিয়া, ঢাকার জায়গা দখল করে মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদফতরের ভবন স্থাপনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। আজ (১০ মার্চ) বৃহস্পতিবার দলের সহ-প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় এ প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই আলিয়া, ঢাকার ছাত্রাবাস আল্লামা কাশগরী রাহমাতুল্লাহি আলাইহি হল দখল করে সম্প্রতি মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদফতরের ভবন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাদরাসার ১০ হাজার ছাত্রের মধ্যে মাত্র ৩৫০ জন ছাত্রের আবাসনের ব্যবস্থা একমাত্র এই হলে রয়েছে। আবাসন বৃদ্ধির উদ্যোগ না নিয়ে মাদরাসার জায়গায় অন্য প্রতিষ্ঠানের জন্য ভবন নির্মাণ ছাত্রদের প্রতি বৈষম্য ছাড়া আর কিছুই নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে প্রাচীন এ বিদ্যাপিঠের ঐতিহ্য রক্ষার্থে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।