| |
               

মূল পাতা জাতীয় দেশে ফিরলেন লিবিয়ায় আটক ১১৪ বাংলাদেশি


দেশে ফিরলেন লিবিয়ায় আটক ১১৪ বাংলাদেশি


রহমত ডেস্ক     03 March, 2022     01:09 PM    


লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক হওয়া ১১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস আইওএমের সহায়তাট বৃহস্পতিবার (০৩ মার্চ) সকালে একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

লিবিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান ফ্লাইটটি যথাসময়ে পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তর ও মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের বিভিন্ন সময়ে ভিজিট ভিসায় দুবাই, ওমান ও মালয়েশিয়ায় গিয়েছিলেন তারা। ইতালি নেওয়ার কথা বলে সেখান থেকে দালালরা তাদের লিবিয়ার ত্রিপোলিতে নিয়ে তাদের গেইম ক্যাম্পে রাখে। পরে ওখানে থেকে বিভিন্ন সময়ে লিবিয়ার পুলিশ ও সেনাবাহিনী তাদের আটক করে।

এসব যাত্রীদের কাছ থেকে দালালরা ১১ লাখ থেকে ১৫ লাখ টাকা নিয়েছে। এছাড়া এই যাত্রীদের কেউ ছয় মাস কেউ নয় মাস জেল খেটেছেন। পরে জাতিসংঘের অভিবাসন সংস্থার আউট পাস নিয়ে দেশে আসেন তারা।