| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, এক ইঞ্জিনিয়ার নিহত


ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, এক ইঞ্জিনিয়ার নিহত


রহমত ডেস্ক     03 March, 2022     07:31 AM    


ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলা হয়েছে। এতে ওই জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান (৪৭) নিহত হয়েছেন।

এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হুসাইন। তিনি লিখেছেন, “এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা। একজন বাদে বাকি সবাই অক্ষত। কিছুক্ষণ আগে বাংলাদেশ সময় (২ মার্চ ২০২২) রাত প্রায় ৯:২৫-এ জাহাজের ব্রিজে রকেট হামলা হয়েছে। সবার সাহসী তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিভাতে পেরেছে। সবাই আল্লাহর কাছে ওদের জন্য সাহায্য প্রার্থনা করি। গভীর বেদনার সাথে জানাচ্ছি যে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মৃত্যুবরণ করেছেন।”

No description available.

জানা গেছে, হাদিসুর রহমান মোবাইলের নেটওয়ার্ক পেতে জাহাজের ব্রিজে গেলে তখন তার উপরেই রকেটটি আঘাত করে। তার দেহাবশেষ পাওয়া যায় নেই।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর সুমন মাহমুদ সাব্বির আজ (বুধবার) মধ্যরাতে জানিয়েছেন, “ওই জাহাজে একটা শেল হিট করেছে। সেটা ব্রিজেই বিস্ফোরিত হয়। সেখানে কর্মরত থাকা অবস্থায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা গেছেন। জাহাজের বাকি ২৮ জন অক্ষত আছেন। আগুন নেভানো হয়েছে।”

ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় ২৩ ফেব্রুয়ারি রাতে নোঙর ফেলেছিল এমভি বাংলার সমৃদ্ধি জাহাজ। পরদিন ভোরে রাশিয়ার হামলা শুরু হয়। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে ‘বাংলার সমৃদ্ধি’। জাহাজটিতে ২৯ জন বাংলাদেশি নাবিক ছিলেন।

এর আগে, বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক পীযূষ দত্ত জানিয়েছিলেন, জাহাজটিকে মূল সাগরে আসতে হলে স্থানীয় পাইলট লাগবে। তাদের সহায়তা ছাড়া সাগরে আসা সম্ভব নয়। তবে যুদ্ধাবস্থার জন্য স্থানীয় পাইলট পাওয়া যায়নি, তাই সাগরেও জাহাজটি যেতে পারেনি।

-পার্সটুডে