| |
               

মূল পাতা সারাদেশ কক্সবাজারে মসজিদে ঢুকে শিক্ষার্থীদের সামনে মাদরাসা শিক্ষককে মারধর


কক্সবাজারে মসজিদে ঢুকে শিক্ষার্থীদের সামনে মাদরাসা শিক্ষককে মারধর


রহমত ডেস্ক     18 February, 2022     05:03 PM    


কক্সবাজারে মাদরাসায় ঢুকে শিক্ষার্থীদের সামনে মাদরাসা শিক্ষকদের ওপর স্থানীয় দিদারুল আলম টিপুর নেতৃত্বে সন্ত্রাসী হামলা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চকরিয়া ডুলাহাজারা রংমহল কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায়  এ হামলার ঘটনা ঘটে। এ সময় কোমলমতি শিক্ষার্থীরা প্রাণভয়ে ছুটোছুটি করে।

মাদরাসার শিক্ষক রিয়াজ উদ্দিন বলেন, প্রতি বৃহস্পতিবার নূরানী মাদরাসার শিক্ষার্থীদের নামাজ শিক্ষা দেয়া হয়। বৃহস্পতিবার রংমহল কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় শিক্ষার্থীদের নামাজ শিক্ষা দেয়ার সময় রংমহল এলাকার মৃত শাহা আলম সওদাগরের ছেলে দিদারুল আলম কয়েকজন সন্ত্রাসী নিয়ে মসজিদে ঢুকে শিক্ষার্থীদের উপস্থিতিতেই মাদরাসার পরিচালক মুফতি মাওলানা মাহমুদুল হক ও শিক্ষকদের ওপর হামলা করে। পরে শিক্ষার্থীদের মাদরাসা থেকে বের করে দিয়ে মাদরাসায় তালা ঝুলিয়ে দেয়।

এদিকে এ ঘটনায় (১৮ ফেব্রুয়ারি) শুক্রবার বাদ জুমা প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় মুসল্লিরা। বিক্ষোভে অংশগ্রহণকারী মুসল্লিরা অবিলম্বে দোষী ব্যক্তিকে গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওসমান গণি জানান, বিষয়টি জেনেছেন, তবে লিখিত অভিযোগ পাননি তিনি। এরপরও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আমরা।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম কক্সবাজার চকরিয়া