| |
               

মূল পাতা সারাদেশ ছাগলের খামারে মেছো বাঘের হামলা; পিটিয়ে হত্যা করলো গ্রামবাসী


ছাগলের খামারে মেছো বাঘের হামলা; পিটিয়ে হত্যা করলো গ্রামবাসী


রহমত ডেস্ক     15 February, 2022     09:41 AM    


চট্টগ্রামের সন্দ্বীপে ছাগলের খামারে তিনটি মেছো বাঘ আক্রমণ করেছে। এ সময় স্থানীয়রা জড়ো হয়ে দু’টি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত এক সপ্তাহে সন্দ্বীপে তিনটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগে গত শনিবার উপজেলার মগধরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোল্লারহাট এলাকায় একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেন স্থানীয় লোকজন।

জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টায় সারিকাইত ইউনিয়নের চৌকাতলী বেড়িবাঁধ এলাকায় কয়েকটি ছাগলের খামারে তিনটি মেছো বাঘ একসঙ্গে আক্রমণ করলে স্থানীয়রা জড়ো হয়ে মেছো বাঘ দু’টিকে আটক করে। পরে এনজিও সংস্থা ‘নারী প্রগতি সাইক্লোন সেন্টার’-এ এনে মেছো বাঘ দু’টিকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী।
 
স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘গত এক সপ্তাহে সন্দ্বীপে তিনটি বাঘকে স্থানীয়রা পিটিয়ে হত্যা করে।’
 
এ ব্যাপারে উপকূলীয় বন বিভাগের সন্দ্বীপ রেঞ্জের রেঞ্জ অফিসার মো. নিজাম উদ্দিন জানান, তিনি মেছো বাঘ মেরে ফেলার খবর পাননি।  তবুও ঘটনাস্থলে লোক পাঠিয়ে বিস্তারিত তথ্য জানবেন। 
 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম চট্টগ্রাম সন্দ্বীপ