| |
               

মূল পাতা জাতীয় ইসি গঠনে সার্চ কমিটির কাছে তিন শতাধিক নাম প্রস্তাব


ইসি গঠনে সার্চ কমিটির কাছে তিন শতাধিক নাম প্রস্তাব


রহমত ডেস্ক     12 February, 2022     06:37 PM    


প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটির কাছে ৩০৯ জনের নামের তালিকা জমা পড়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সার্চ কমিটির জন্য ১৩৬টি রাজনৈতিক দল, ৪০ জন পেশাজীবী, ৩৪ জন ব্যক্তিগতভাবে এবং ৯৯ জন ইমেইলে নাম পাঠিয়েছেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) নামগুলো বাছাই করা হবে।

আসছে ১৪ ফেব্রুয়ারি সিইসি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন বিদায় নিচ্ছে। তাই নতুন নির্বাচন কমিশন গঠনে প্রক্রিয়া শুরু হয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি শনিবার বিশিষ্টজনদের সঙ্গে তাদের প্রথম বৈঠক করে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শনিবার বেলা ১১টা ২০ মিনিটে শুরু হয় বৈঠকের প্রথম সেশন। যেখানে ১৪ বিশিষ্ট নাগরিক অংশ নেন।

প্রথম সেশনে ২০ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হয়। বৈঠক শেষ হয় ১২টা ৩৭ মিনিটে। পরের সেশনে বৈঠক শুরু হয় দুপুর ১টা ৫ মিনিটে। ওই সেশনে ১১ জন নাগরিক অংশ নেন। বৈঠক শেষ হয় বিকেল ৩টার দিকে।