| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন কাল জামিয়াতুন নূরের সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান 


কাল জামিয়াতুন নূরের সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান 


নূর হোসাইন     09 February, 2022     06:06 PM    


রাজধানীর উত্তরায় প্রতিষ্ঠিত জামিয়াতুন নূর আল কাসেমিয়ার দাওরায়ে হাদীস ও হিফজুল কুরআন সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বাদ আসর, এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জামিয়া মাদানিয়া বারিধারার শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক, গবেষক মাওলানা হেমায়েত উদ্দিন, আল্লামা নূর হোসাইন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত জামিয়া সোবহানিয়ার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মুফতী মহিউদ্দিন মাসুম। সভাপতিত্ব করবেন বায়তুন নূর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও দেশ-বরেণ্য উলামায়ে কেরামগণ উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে অল্প সময়ে, স্বল্প পরিসরে জামিয়াতুন নূর আল কাসেমিয়া সারাদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। প্রথম বছরেই ইবতেদায়ী থেকে দাওরায়ে হাদীস ও তাখাসসুসাতের আরো তিনটি জামাত খোলা হয়েছে এবং প্রতিটি জামাতেই উল্লেখযোগ্য ছাত্র ভর্তি হয়েছে। জামিয়ার এই সফলতা একমাত্র আল্লামা নূর হোসাইন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহির মোবারক নামের বদৌলতে। দাওরায়ে হাদীস ও হিফজুল কুরআন সমাপনী বর্ষে তরুণ আলেমদের সম্মানসূচক পাগড়ি প্রদান উপলক্ষে আগামী বৃহস্পতিবার দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আল্লামা নূর হোসাইন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহির মুতাআল্লিক্বীন, মুহিব্বীন ও তুলাবাদেরকে উক্ত দোয়া অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মাওলানা নাজমুল হাসান কাসেমী।