মূল পাতা আরো সোশ্যাল মিডিয়া ‘আল্লাহু আকবার’ ধ্বনির সামনে অসহায় আত্মসমর্পন একটি শ্লোগানের
সৈয়দ শামছুল হুদা 09 February, 2022 03:03 PM
স্কুটারটি এসে থামলো কলেজ আঙ্গিনায়। দৃঢ়পায়ে একবোন স্কুটারটি পার্কিং করলো। অতঃপর খুব দৃঢ়পায়ে সামনে এগিয়ে আসলো। অপরদিকে একদল নেড়িকুত্তা ঘেউ ঘেউ করে উঠলো। ওদের মুখে কট্টর সাম্প্রদায়িক একটি শ্লোগান। যে শ্লোগান মানবতার কথা বলে না। যে শ্লোগান অন্যের ধর্মের অধিকার কেড়ে নেওয়ার জন্য ভারতের সর্বত্র সম্প্রতি ব্যবহার বৃদ্ধি পেয়েছে। সেই শ্লোগানটি উচ্চারিত হতে থাকলো। একজনের সুরে নয়, অসংখ্য। তাদের সংখ্যা না হলেও প্রায় শতাধিক হবে। কুকুরগুলো জয়শ্রীরাম শ্লোগান তুলে ঘেউ ঘেউ করতে লাগলো। বোনটির কোন কর্ণপাত সে দিকে নেই। আপন বিশ্বাসে সে কলেজের দিকেই এগিয়ে আসছে। তার খুব কাছে গিয়ে ঘেউ ঘেউটা আরো বৃদ্ধি পেলো। বোনটি আর নিজেকে সামলে রাখতে পারলো না। সে সাহসের সবটুকু সঞ্চয় করে শ্লোগান তুললো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেহেতু তার শ্লোগানে কেউ সাড়া দেওয়ার নেই। তাই সে নারায়ে তাকবীর বললো না। শুধু তাকবীরটুকুই উচ্চারণ করলো।
ছোট্ট একটি শব্দ। আল্লাহু আকবার। কিন্তু এর অর্থ সাড়া পৃথিবীর কত কোটি গুণ বড় তা দুনিয়ার কোন মানুষের পক্ষে আন্দাজ করা সম্ভব নয়। পবিত্র কুরআনে দুই জায়গায় পরিস্কার করে সেই মহান আল্লাহ নিজেই বলেন, তোমরা যদি পৃথিবীর সমস্ত বৃক্ষকে কলম বানাও, আর সমস্ত সাগরকে কালি বানাও, তারপরও সেই আল্লাহ কত বড় তা লিখে শেষ করতে পারবে না। অসহায় বোনটি শেষ পর্যন্ত আল্লাহু আকবারের আশ্রয় নিলো। নিজের অসহায়ত্ব সেই মহান রবের সামনে সপে দিলো। ব্যাস, এতটুকুই। সাড়া দুনিয়া এই বোনের জন্য গর্ব করতে থাকলো। শতকোটি মুসলিম তার নাম জেনে গেলো। সেই বোনের নাম মূহর্তে ছড়িয়ে পড়লো। সে আর কেউ নয়, একজন খুবই সাধারণ ছাত্রী, মুসকান খান। গোটা মুসলিম দুনিয়ায় সেই মহান রব তাকে মহান করে দিলো। আর দলে দলে আসা ঐ নেড়ি কুত্তাগুলো চুপসে গেলো।
এভাবে মহান তাকবীরের ধ্বনি কত অসহায়ের সামনে পাহাড়সম শক্তি নিয়ে হাজির হয়েছে, আর কত হায়েনা কাপড় নষ্ট করে পালিয়ে গেছে এর ইতিহাস অনেক লম্বা। আফগান ভূমি থেকে রুশ, বৃটিশ, আমেরিকান নেড়িকুত্তাগুলো এভাবেই অসহায় আত্মসমর্পন করেছিল। আল্লাহ তাআলা বোনটির জান ও মালের নিরাপত্তা দিন। আমাদেরকে তার নিকট থেকে সাহস সঞ্চয়ের শক্তি দিন। গোটা দুনিয়ার মুসলমানদেরকে সেই বোনটির নিকট থেকে শিক্ষা গ্রহন করার তৌফিক দান করুন। ঈমানী উখওয়াত, ঈমানী কুওয়াত আমাদেরকে দান করুন।
লেখক : জেনারেল সেক্রেটারি,বাংলাদেশ ইন্টেলেকচুয়াল মুভমেন্ট-বিআইএম