| |
               

মূল পাতা আন্তর্জাতিক দুবাইয়ে বিশ্বের সর্ববৃহৎ পবিত্র কুরআন শরীফ প্রদর্শন


দুবাইয়ে বিশ্বের সর্ববৃহৎ পবিত্র কুরআন শরীফ প্রদর্শন


আন্তর্জাতিক ডেস্ক     26 January, 2022     08:26 PM    


দুবাইয়ে চলমান বৈশ্বিক বাণিজ্য প্রদর্শনী ‘এক্সপো ২০২০’—এ প্রদর্শিত হলো বিশ্বের সর্ববৃহৎ পবিত্র ‍কুরআন শরীফ। এটি অ্যালুমিনিয়াম ও স্বর্ণখচিত হরফে তৈরি। গত সোমবার পাকিস্তান প্যাভিলিয়নে এর ‘সুরা আর রহমান’ অংশ প্রদর্শন করা হয়। পাকিস্তানি-কানাডিয়ান শিল্পী ও ভাস্কর শাহিদ রাসসাম এটি প্রদর্শন করেন।

শাহিদ রাসসাম বলেন, কোরআনের এ প্রদর্শনী শুধু বিশ্বের বড় আয়োজনই নয়; বরং এটি একটি অনন্য প্রদর্শনী। কালির বদলে স্বর্ণ দিয়ে এটি লেখা হয়েছে। এক হাজার ৫৮৫টি অক্ষর, ৩৫২ শব্দ, ৭৮ আয়াত এবং তিন রুকুবিশিষ্ট সুরা আর রহমানকে ক্যানভাসের ওপর স্বর্ণ ও অ্যালুমিনিয়াম দিয়ে লেখা হয়েছে। শুধু সুরা আর রহমানেই ১৫ কেজি অ্যালুমিনিয়াম ও এক কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ কুরআন লিখতে শিল্পী, চিত্রকর, ক্যালিওগ্রাফার ও ডিজাইনার মিলিয়ে মোট ২০০ জন চার মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। মোট ছয় পৃষ্ঠায় সুরা আর রহমান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম দুই পৃষ্ঠায় পাঁচটি করে লাইন এবং অন্য চারটি পৃষ্ঠায় ১০ লাইন করে রাখা হয়েছে। পুরো ৫০ লাইনে সুরা আর রহমান সমাপ্ত করা হয়েছে।