মূল পাতা আন্তর্জাতিক ভারতের সঙ্গে কোনও শত্রুতা চায় না পাকিস্তান
রহমত ডেস্ক 12 January, 2022 08:09 PM
আগামী ১০০ বছর ভারতের সঙ্গে কোনও শত্রুতা চায় না পাকিস্তান। ১০০ পৃষ্ঠার এই পলিসিতে ভারতসহ প্রতিবেশীদের সঙ্গে শান্তি ও অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করার কথা বলা হয়েছে। এই পলিসির ফলে কাশ্মীর সমস্যার চূড়ান্ত নিষ্পত্তি ছাড়াই ভারতের সঙ্গে পাকিস্তানের ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্কের দরজা উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে। আগামী (১৪ জানুয়ারি) শুক্রবার পাকিস্তানের নতুন জাতীয় নিরাপত্তা নীতিতে এমনই ঘোষণা আসতে যাচ্ছে বলে জানা গেছে।
এ বিষয় সম্পর্কে জানেন দেশটির এমন একজন সরকারি কর্মকর্তা বলেছেন, আগামী ১০০ বছর ভারতের সঙ্গে আমরা কোনও শত্রুতা চাই না। নতুন এই পলিসিতে নিকট প্রতিবেশীদের সঙ্গে শান্তি স্থাপনের নীতি রয়েছে। যদি এ বিষয়ে কোনও আলোচনা বা অগ্রগতি হয় তাহলে ভারতের সঙ্গে আগের মতো ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক হতে পারে। শুধুমাত্র জাতীয় নিরাপত্তা নীতির একটি অংশ জনসমক্ষে প্রকাশ করা হবে। তবে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিককরণ দুই পারমাণবিক সশস্ত্র প্রতিবেশীর মধ্যে আলোচনায় অগ্রগতি অর্জনের ওপর নির্ভরশীল। পাকিস্তানের নতুন জাতীয় নিরাপত্তা নীতির কেন্দ্রীয় থিম হবে অর্থনৈতিক নিরাপত্তা। কিন্তু ভূ-অর্থনীতির মানে এই নয় যে আমরা আমাদের ভূ-কৌশলগত এবং ভূ-রাজনৈতিক স্বার্থকে উপেক্ষা করছি। বর্তমান মোদির নেতৃত্বাধীন ভারত সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনও সম্ভাবনা পাকিস্তানের নেই। জাতীয় নিরাপত্তা পলিসির মূলে থাকবে অর্থনৈতিক নিরাপত্তা। একই রকমভাবে এতে থাকবে অর্থনৈতিক কূটনীতি এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থা। এটাই হবে পাকিস্তানের পররাষ্ট্রনীতি।