| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারতে একদিনে ১ লাখ ৮০ হাজার আক্রান্ত


ভারতে একদিনে ১ লাখ ৮০ হাজার আক্রান্ত


আন্তর্জাতিক ডেস্ক     10 January, 2022     11:19 AM    


ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে ঝড়ের গতিতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৮০ হাজার ৪৩৮ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৬ জন।

সোমবার (১০ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ৮ হাজার ৪৪২ জন। এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ৯৩৬ জন।

মৃত্যু সংখ্যায় যুক্তরাষ্ট্র (৮ লাখ ৫৯ হাজার) ও ব্রাজিলের (৬ লাখ ২০ হাজার) পরই ভারতের অবস্থান।