রহমত ডেস্ক 10 January, 2022 04:01 PM
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, করোনাভাইরাস আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। করোনা যেমন রূপান্তর হচ্ছে আওয়ামী লীগও নিজে রূপান্তর ঘটায়। আওয়ামী লীগও মানুষের জীবন কেড়ে নেয়, করোনাও মানুষের জীবন কেড়ে নেয়। আজকে বাংলাদেশের জীবন কাড়ার এক রাষ্ট্র ব্যবস্থা করেছে এই নব্য বাকশালী আওয়ামী লীগ।
সোমবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে রুহুল আমিন গাজীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তির দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে এক মানববন্ধনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা বন্দি করে রেখেছে। যে মামলায় কোনো সত্যতা নাই, কোনো প্রমাণ নাই, কোনোভাবে প্রমাণ করতে পারেনি, শেখ হাসিনা শুধু গায়ের জোরে বন্দি করে বিনা চিকিৎসায় ধুঁকেধুঁকে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন।
সংলাপের বিরোধিতা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আজকে জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য, জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য, তিনি (শেখ হাসিনা) তামাশা করছেন। রাষ্ট্রপতিকে দিয়ে তিনি সংলাপ ডাকাচ্ছেন। আল্টিমেটলি যে নির্বাচন কমিশন গঠন হবে সেখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিফলনই ঘটবে।