রহমত ডেস্ক 04 January, 2022 06:51 PM
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, স্বাধিকার থেকে স্বাধীনতা সবকিছুই বাংলাদেশ ছাত্রলীগের অর্জন। বঙ্গবন্ধুর নীতি-আদর্শ নিয়ে গড়ে তুলতে হবে ছাত্রলীগকে। এছাড়া ছাত্রলীগকে বেশি বেশি পড়ালেখা করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা, শান্তি প্রগতির ধারক ও বাহক। দেশের সব আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ বিরাট অবদান রেখেছে। জাতির পিতা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছেন। তাই ভবিষ্যতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।
আজ (৪ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সূচনা করা হয়েছিল।
এতে বক্তব্য দেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আরিফুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সজল। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মো. ইউনুস, জেলা ছাত্রলীগের সহসভাপতি তাশিক মির্জা কাদের, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগ, পৌরসভা ছাত্রলীগের নেতারা উপস্তিত ছিলেন।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম নোয়াখালী কোম্পানীগঞ্জ