রহমত ডেস্ক 22 December, 2021 09:56 PM
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যারা অংশ না নিয়ে সংলাপকে নাটক বলছেন, তারা আসলে রাষ্ট্রপতির ভালো উদ্যোগকে বানচাল করতে চাচ্ছে। বিএনপি তো আসলে নির্বাচনটাকেই বানচাল করতে চায়, এজন্য দলটি সংলাপে যেতে চায় না।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ্সব কথা বলেন। প্রসঙ্গত, নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে এদিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয় রাজনৈতিক জাতীয় সমাজতান্ত্রিক দলের।
আলোচনার সূত্রপাতকে সাধুবাদ জানিয়ে হাসানুল হক ইনু বলেন, আইনি কাঠামো না থাকার কারণে অনুসন্ধানমূলক কমিটির মাধ্যমে ইসি গঠনের উদ্যোগ ভালো। এই সংলাপ গ্রহণযোগ্য হবে বলেও উল্লেখ করেন এই নেতা।
জাসদ সভাপতি সাংবাদিকদের বলেছেন, ইসি গঠনে দক্ষ লোক নিতে হবে, যে পেশা থেকেই আসুক। তিনি আরও জানান, রাষ্ট্রপতি বলেছেন ইসি গঠনে সার্চ কমিটি গঠন করা হবে। সার্চ কমিটি প্রতি ইসির পদে দু’জন করে নাম দেবে। রাষ্ট্রপতি তা থেকে বাছাই করবেন।