রহমতটোয়েন্টিফোর ডেস্ক 19 December, 2021 07:30 PM
চলতি মাসের ২৬ ডিসেম্বর থেকে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত চলাচল শুরু করবে ‘ঢাকা নগর পরিবহন’। প্রথম দফায় ৫০টি বাস চলাচল শুরু হবে।
রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২০তম সভা শেষে এ তথ্য জানানো হয়।
কমিটি সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ টু কাঁচপুর মোট ২১ কিলোমিটারের এই রুটে বিআরটিসির ৩০টি বাস এবং ট্রান্সসিলভার ২০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। বাসগুলো হবে সবুজ রঙের।
প্রথমে ৫০টি বাস নিয়ে যাত্রা শুরু, এরপর কিছুদিনের মধ্যে এই রুটে মোট ১০০টি বাস চলবে। প্রথম দিন থেকেই বাসগুলোতে থাকবে ই-টিকেটিং সিস্টেম। ড্রাইভার ও স্টাফদের থাকবে নির্দিষ্ট পোশাক।
/জেআর/