রহমত ডেস্ক 14 December, 2021 09:37 PM
সম্প্রতি সৌদি আরবে জুমআর খুতবায় তাবলীগ জামাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মাওলানা ইসমাঈল নূরপুরী বলেন, তাবলীগ জামাত পথহারা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছে এবং মানুষের বাস্তব জীবনে আল্লাহর হুকুম ও নবীর তরীকার যাতে অনুসরণ হয় এই মেহনত করে যাচ্ছে। সুতারং তাবলীগ জামাতের কার্যক্রম সম্পর্কে পুর্ণ ওয়াকিফহাল না হয়ে একটি রাষ্ট্রের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে তাবলীগ জামাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া কোনোভাবেই উচিৎ হয়নি। বিশ্ব বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে তেলের দাম বৃদ্ধিই রয়ে গেছে। আন্দোলনরত ছাত্রদের যৌক্তিক দাবী মেনে নেওয়া এবং জেলখানায় বন্দী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ আলেম উলামাদের মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সোমবার(১৩ ডিসেম্বর) বিকালে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যারয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল আজিজের পরিচালনায় নির্বাহীতে উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা খুরশিদ আলম কাসেমী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলনা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, সমাজকল্যান সম্পাদক মাওলানা মাহবুবুল হক, প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি হাবীবুর রহমান, মুহাম্মদ সাহাবুদ্দিন, মাওলানা আব্দুন নূর, মাওলানা মুশাহিদুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন প্রমূখ।ৃ