| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী শাহজালাল বিমানবন্দরে বোমা আতঙ্ক : সর্বোচ্চ সতর্কতা


শাহজালাল বিমানবন্দরে বোমা আতঙ্ক : সর্বোচ্চ সতর্কতা


রহমতটোয়েন্টিফোর প্রতিবেদক     01 December, 2021     11:44 PM    


রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্কে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। জানা গেছে, বিমানবন্দরের ভেতরে-বাইরে অবস্থান নিয়েছে বিপুল পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। নির্দেশ পেলে যেকোনো সময় অভিযান চালানো হতে পারে।
 
বুধবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

রুবেল বলেন, ‘বিমানবন্দর কর্তৃপক্ষ বোমা সদৃশ বস্তুর উপস্থিতি পেয়ে আমাদের কাছে সহযোগিতা চেয়েছে। আমরা আমাদের ইউনিট পাঠিয়েছি। বিমানবন্দরের পক্ষ থেকে জানতে পেরেছি একজন লোক বোমা নিয়ে বিমানবন্দরের প্রবেশ করেছে।’

বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, শাহজালাল বিমানবন্দরে বোমা থাকার খবর পেয়েছে সংশ্লিষ্ট বাহিনী। এমন পরিস্থিতি সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে। বিমানবন্দরের ভেতরে-বাইরে বিপুল পরিমাণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

অন্য একটি সূত্রের বরাতে ধারণা করা হচ্ছে, মালয়েশিয়ান কোনো একটি বিমানে বোমা থাকতে পারে। যেকোনো সময় অভিযানের প্রয়োজন হলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় হবেন।

/জেআর/


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা বিমানবন্দর