| |
               

মূল পাতা সারাদেশ রোহিঙ্গাদের ফেরাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না : চীন-রাশিয়াকে রেড ক্রিসেন্ট


রোহিঙ্গাদের ফেরাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না : চীন-রাশিয়াকে রেড ক্রিসেন্ট


গোপালগঞ্জ সংবাদদাতা     16 November, 2021     12:45 AM    


রোহিঙ্গাদের ফেরাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে চীন-রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের নব নির্বাচিত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুল ওয়াহাব। তিনি বলেন, আমরা বিশ্ববাসীর কাছে আবেদন রাখি, তারা যেন দ্রুত রোহিঙ্গাদের এ দেশ থেকে সরিয়ে তাদের দেশে পাঠানো ব্যবস্থা করে। চীন ও রাশিয়ার কাছে অনুরোধ রোহিঙ্গাদের তাদের দেশে প্রত্যাবর্তনে তারা যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমাদের দেশে অর্থনৈতিক ও সামজিক অবস্থা নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। মাদক ও সস্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

/জেআর/


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গোপালগঞ্জ টুংগীপাড়া