| |
               

মূল পাতা সারাদেশ সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা শীর্ষ নেতা নিহত


সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা শীর্ষ নেতা নিহত


কক্সবাজার সংবাদদাতা     29 September, 2021     02:14 AM    


কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া শরণার্থী শিবিরের রোহিঙ্গা নেতা ও শিক্ষক মুহিবুল্লাহ (৫০)  অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হক। জানা গেছে, রাত ৯ টার দিকে নিজ অফিসে অবস্থানকালে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করলে নিহত হন এ রোহিঙ্গা নেতা।

জানা যায়,অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে প্রথমে মারাত্নকভাবে আহত হন মুহিব উল্লাহ। পরে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ ক্যাম্প-১ ইস্ট এর ব্লক ডি-৮ এর বাসিন্দা ছিলেন। তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইট(এআরএসপিএইচ)-এর চেয়ারম্যান।

প্রসঙ্গত, বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের প্রতিনিধি হিসেবে তিনি ২০১৯ সালে হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাত করেছিলেন মুহিব্বুল্লাহ।

/জেআর/


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম কক্সবাজার উখিয়া