| |
               

মূল পাতা মুসলিম ঐতিহ্য ছবির গল্প: তুরস্কের নীল মসজিদ


ছবির গল্প: তুরস্কের নীল মসজিদ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     10 July, 2021     07:12 AM    


পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামি স্থাপত্য-নিদর্শন তুরস্কের নীল মসজিদ। এটি ১৬০৯ খ্রিষ্টাব্দ থেকে ১৬১৬ খ্রিষ্টাব্দের মধ্যে উসমানীয় সম্রাজ্যের সুলতান আহমেদ নির্মাণ করেন। মসজিদ কমপ্লেক্সে মাদরাসা, পান্থনিবাস এবং প্রতিষ্ঠাতার সমাধি রয়েছে। মসজিদটির মূল একটি গম্বুজের পাশাপাশি আরও আটটি গম্বুজ রয়েছে।  মসজিদের চার কোণে চারটি ও পেছনে আরও দুইটিসহ মোট ছয়টি সুউচ্চ মিনার রয়েছে।

ভেতরের দেয়ালগুলোর উপরিভাগে বাহারি কারুকাজ ও নকশাচিত্রের পাশাপাশি কোরআনের বিভিন্ন আয়াতের ক্যালিগ্রাফি রয়েছে। ক্যালিগ্রাফিগুলো তৈরি করেছেন, সেসময়ের সেরা ক্যালিগ্রাফার সাইয়িদ কাসিম গুবারি।

মসজিদের অভ্যন্তরের দেয়াল নীল রঙের টাইলস দিয়ে সুসজ্জিত বলে এটি নীল মসজিদ  বা ব্লু মস্ক নামে পরিচিত। তুরস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা বলা হয় একে। এই মসজিদকে বলা হয় ইসলামি স্থ্যাপত্যের মাস্টার পিস। এর স্থপতি মুহাম্মদ আগা।

/জেআর/