| |
               

মূল পাতা করোনাভাইরাস বাথরুমে পড়ে গিয়ে মারা গেলেন করোনা রোগী


বাথরুমে পড়ে গিয়ে মারা গেলেন করোনা রোগী


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি     09 June, 2021     01:26 PM    


নওগাঁর ধামইরহাটে বাথরুমে গিয়ে আকস্মিকভাবে পড়ে মো. ছাইমুদ্দিন (৭২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি করোনা রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ছাইমুদ্দিন উপজেলার আলমপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত কছিমউদ্দীনের ছেলে।

মঙ্গলবার (৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে গিয়ে আকস্মিকভাবে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। আগের দিন দুপুরে শরীরে জ্বর, সর্দিকাশি নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, ওইদিন করোনার উপসর্গ নিয়ে ছাইমুদ্দিন হাসপাতালে ভর্তি হন। পরে এন্টিজেন পরীক্ষার মাধ্যমে রোগীর শরীরে করোনা পজেটিভ ধরা পরলে তাকে কোভিড ওয়ার্ডে রেখে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা সেবা চলা অবস্থায় হাসপাতালের বাথরুমে পড়ে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে উপজেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫ জন। এ ছাড়া ২৩ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। মোট ১২৭ জন আক্রান্ত হলেও সুস্থ হয়েছে ঘরে ফিরে গেছেন ৯৭ জন।