রহমতটোয়েন্টিফোর ডেস্ক 08 June, 2021 12:54 PM
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাতে ২৭ জন নিহত হয়েছেন। বজ্রপাতে নিহত প্রায় সবাই বৃষ্টির সময় বাড়ির বাইরে ছিলেন। কেউ ক্ষেতে কাজ করছিলেন। কেউ গরু আনতে গিয়েছিলেন। কেউ বাড়ির দাওয়ায় বসেছিলেন। কেউ নদীর ধারে কাজে ছিলেন। ঝড়-বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে এদের মৃত্যু হয়।
সোমবার (৭ জুন) মুর্শিদাবাদ, হুগলি, বাঁকুড়া, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে এদের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক মুর্শিদাবাদেই একসঙ্গে ছয় জনের মৃত্যু হয়েছে। তবে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন হুগলিতে। বজ্রপাতে এই জেলায় ১১ মারা গেছেন।
রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেোপাধ্যায় ভারতীয় সংবাদমাধ্যমে জানান, মৃতের পরিবারকে রাজ্য সরকার দুই লাখ টাকা দেবে। আহতদের দেবে ৫০ হাজার টাকা। তার অনুরোধ, ঝড়-বৃষ্টির মধ্যে কেউ যেন বাইরে না যান। ঘরেই থাকেন। প্রধানমন্ত্রীও জানিয়েছেন, মৃতের পরিবারকে দুই লাখ টাকা দেওয়া হবে।