| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইহুদীদের রুখতে হাজার হাজার রকেট তৈরি করছে হামাস


ইহুদীদের রুখতে হাজার হাজার রকেট তৈরি করছে হামাস


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     31 May, 2021     11:14 AM    


অবৈধ ইহুদী রাষ্ট্র ইসরাইলকে রুখতে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার নতুন রকেট তৈরি করছে। ইতোমধ্যে রকেট তৈরির কারখানাগুলো খুলে পুরোদমে কাজ শুরু হয়েছে।

রোববার (৩০ মে)  হামাসের পলিটব্যুরোর নেতা ফাতনি হামাদ এ তথ্য জানান। তিনি বলেন, ইসরাইলি আগ্রাসন বন্ধ হওয়ার পর গাজার রকেট তৈরি কারাখানাগুলো আবার চালু হয়েছে।

ফাতনি হামাদ বলেন, বায়তুল মুকাদ্দাস ও আল-আকসায় ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দমন অভিযান রুখে দিতে আমাদের কারখানা এবং ওয়ার্কশপগুলোতে হাজার হাজার রকেট নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

এর আগে, ইসরাইলের বিমান হামলার জবাবে হামাস ইহুদীদের লক্ষ্য করে শত শত রকেট নিক্ষেপ করে। এতে অন্তত ১২ জন ইসরাইলি নিহত হয়। পরে বাধ্য হয়ে ১২ দিনের মাথায় যুদ্ধবিরতি মেনে নেয় ইসরাইল।

মে মাসের গোড়ার দিকে সংঘটিত ১১ দিনের যুদ্ধে আড়াই শতাধিক ফিলিস্তিনি শহীদ হন। এ সময় হামাস জেরুজালেম, তেলআবিব— এমনকি দূরবর্তী হাইফা শহরে চার হাজারের বেশি রকেট নিক্ষেপ করে ইহুদিদের কোণঠাসা করে ফেলে।