রহমতটোয়েন্টিফোর ডেস্ক 30 May, 2021 01:21 PM
ভোর রাতে আরেক দফা ভূমিকম্পে আবারও কেঁপে উঠল সিলেট। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২ দশমিক ৮। জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটেই।
রোববার (৩০ মে) ভোর ৪টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। পরপর পাঁচ বার ভূমিকম্পের ব্যাপারে ঢাকার আবহাওয়া অফিস জানায়, প্রথম ভূমিকম্পের পর বাকিগুলো আফটার শক হয়েছে।
এর আগে শনিবার (২৯ মে) আরও চার দফা ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে সর্বশেষ দুপুর ১টা ৫৮ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। এর আগে ১০টা ৫১ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ১ মাত্রার ছিল। ১০টা ৩৭ মিনিটে যে ভূমিকম্প হয়েছিল সেটা রিখটার স্কেলে ছিল ৩ ও ১১টা ২৯ মিনিটে যেটা হয়েছিল সেটা ২ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প ছিল।