রহমতটোয়েন্টিফোর ডেস্ক 03 May, 2021 04:25 PM
ঘটনাস্থল মাদারীপুরের শিবচরে পুরাতন কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকা। পদ্মা নদীতে স্পিডবোটের সঙ্গে বালুভর্তি বাল্কহেডের সংঘর্ষে এখন পর্যন্ত ২৬ জনের লাশ পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। নিহতদের মধ্যে ৩ শিশু ও একজন নারী রয়েছেন।
সোমবার (৩ মে) সকাল ৭টার দিকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে শিমুলিয়া থেকে যাত্রীবোঝাই একটি স্পিডবোট পুরনো কাঁঠালবাড়ি ঘাট এলাকায় পদ্মা নদীতে একটি বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এতে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক আশিকুর রহমান জানান, ভোরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে একটি স্পিডবোটে ২২-২৪ জন যাত্রী নিয়ে মাাদরীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে আসছিল। ঘাটের কাছাকাছি আসলে ঘাটের কাছে নোঙর করা বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়।